বুধবার | ১৬ জুলাই | ২০২৫

আফগান নেতাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান বাইডেনের

spot_imgspot_img

আফগানিস্তানের আটটি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। এমন সময় আফগান নেতাদের এক হয়ে দেশের জন্য লড়াই করার আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ আহ্বান জানান।

২০ বছর ধরে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে হঠাৎ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। আমেরিকার সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই দেশটির আটটি প্রদেশের রাজধানীসহ অর্ধেকের বেশি জেলার দখল নিয়েছে তালেবান।

এমন পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগান নেতাদের একত্রিত হতে হবে। আফগান সেনারা তালেবানের চেয়ে সংখ্যায় বেশি এবং তারা লড়াই করতে চায়। নিজেদের এবং দেশের জন্য তাদের লড়াই করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য আমি অনুতপ্ত নই।

তালেবান সামরিক শক্তির ওপর ভিত্তি করে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ৯০ দিনের মধ্যে কাবুলের পতন ঘটতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

সূত্র: বিবিসি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img