তালেবানের কাছে লাগাতার পরাজয়ের মধ্যে আফগান সেনাপ্রধান আবদুল ওয়ালী আহমদজাইকে বরখাস্ত করেছেন আশরাফ গনি। তার স্থলে জেনারেল হেবাতুল্লাহ আলী জাইকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ফারাহ, বাদাখশান, বাঘলান, নিমরোজ, জাউজজান, কুন্দুজ, সরাই পুল, তাখার এবং সামঙ্গারের রাজধানীসহ পুরো প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান।
সূত্র : জিয়ো নিউজ