আফগানিস্তানে একদিনে আরও ৩টি প্রাদেশিক রাজধানী তালেবান নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আকস্মিক পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। তবে অর্থমন্ত্রী কোন দেশে গিয়েছেন এখনো নিশ্চিত ন।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ।
মঙ্গলবার (১০ আগস্ট) ফাইজাবাদ, পুল ই খুমরি, ফারাহ প্রদেশের রাজধানী দখল নেয় তালেবান। এ নিয়ে ৫ দিনে ৯টি প্রাদেশিক রাজধানী এখন এ গোষ্ঠীর নিয়ন্ত্রণে।
বাঘরাম বিমানঘাটিতে রকেট হামলা চালিয়েছে তালেবান। কুন্দুজ বিমানবন্দর এখন তালেবানের নিয়ন্ত্রণে। সেখানকার নিরাপত্তায় নিয়োজিত কয়েকশ সেনা তালেবানের কাছে আত্মসমর্পন করেছেন।
তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তও এখন তালেবানের নিয়ন্ত্রণে। মাজার ই শরিফের নিয়ন্ত্রণ পেতে সরকারি বাহিনী ও তালেবানের লড়াই চলছে।