বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

৯০ দিনের মধ্যে কাবুলের নিয়ন্ত্রণ নিতে পারে তালেবান

spot_imgspot_img

আমেরিকার একটি গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তালেবান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকা জয় করার প্রেক্ষাপটে ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিজয় সম্পন্ন করতে পারে।

শুক্রবার (৬ আগস্ট) থেকে অভিযান চালিয়ে তালেবান ৯টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। এগুলোর মধ্যে রয়েছে ফৈজাবাদ, ফারাহ, পুল-ই-খুমরি, সর-ই-পুল, শেবারগান, আইবাক, কুন্দুজ, তালুকান ও জারাঞ্জ।

এছাড়া আফগানিস্তানের গ্রামীণ এলাকায়ও নিয়ন্ত্রণ রয়েছে তালেবানের।

পরিচয় প্রকাশ না করার শর্তে আমেরিকার এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ৩০ দিনের মধ্যে আফগান রাজধানী বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং ৯০ দিনের মধ্যে তালেবান তা দখল করতে পারে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img