শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতের সেনাপ্রধান

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

তিনি বলেন, হামাসকে ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগজনক সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখা হবে।

রবিবার (১০ আগস্ট) ভারতের চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, হামাস, লস্কর-ই-তইয়েবা, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এবং আরও কিছু সংগঠন রয়েছে, যেগুলো ভারতের নিরাপত্তার স্থায়ী উদ্বেগের অংশ হবে

এটি প্রথমবারের মতো ভারতীয় সেনাপ্রধানের পক্ষ থেকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হলো। এর আগে ভারত আনুষ্ঠানিকভাবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়নি, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে এই ধরনের ঘোষণা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img