বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

দেশ ও জাতির স্বার্থে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে: ইসলামী আন্দোলন

spot_imgspot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশ ও জাতির স্বার্থে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। বারবার যারা এদেশের ক্ষমতায় আরোহন করছেন তাদের মাধ্যমে দেশের উন্নতির পরিবর্তে ক্ষতিই বেশি হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শহরের আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য পূর্ণাঙ্গ ইসলাম পালন করা আবশ্যক। বর্তমানে সরকারের সকল স্তরে দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের সাধারণ জনগণ অতিষ্ট। জনগণ এখন এদের থেকে মুক্তি চায়, তাই দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ইসলামী আন্দোলনের প্রশিক্ষিত দায়িত্বশীলদের পাশাপাশি সমাজের এলিটশ্রেণিকেও এগিয়ে আসতে হবে।

সিলেট মহানগর সভাপতি নজির আহমদ-এর সভাপতিত্বে এবং জেলা প্রশিক্ষণ সম্পাদক কেএম ফখরুল ইসলাম ও মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোফাজ্জল আহমদ-এর যৌথ সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img