সরকারকে ক্ষমতায় রেখে ফেরেস্তা এনে নির্বাচন কমিশন গঠন করা হলেও লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে আমরা মতামত দিতে পারি। তবে আমি বলবো, এই সরকারকে ক্ষমতায় রেখে ফেরেস্তা এনে নির্বাচন কমিশন গঠন করা হলেও লাভ হবে না।
শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, দলের মহাসচিবসহ আমাদের চেষ্টা চলছে, সুদৃঢ় একটা জাতীয় ঐক্য গড়ে তোলার। এখন সব দল-মত নির্বিশেষ একটাই ইস্যু- অবাধ, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি এবং এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। সরকারের এই পদত্যাগ আমাদের নিশ্চিত করতে হবে। আসুন আমরা সরকার পতনের এক দফায় এগিয়ে যাই।
তিনি বলেন, সরকার আজকে আমাদেরকে যেভাবে হয়রানি করছে এর পরেও বসে থাকার কোনো কারণ নেই। এখন আমাদের একটাই উদ্দেশ্য, আওয়ামী সরকারকে হটানো। আমি মনে করি সরকারের পতন হলে সব সমস্যার সমাধানের পথ খুলবে।