শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়া হবে : তেহরান

রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি একথা জানান।

নাসের কানয়ানি বলেন, ইরান রাশিয়া ফেডারেশনের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে বলে পশ্চিমারা যে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

কানয়ানি বলেন, পশ্চিমাদের বৈরী নীতি এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদের ধারাবাহিকতায় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউক্রেন সংঘাতে হস্তক্ষেপের অভিযোগে ইরান এয়ারের পরিষেবা প্রদানের জন্য দ্বিপক্ষীয় চুক্তি বাতিলের বিষয়ে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্র মন্ত্রীদের অস্বাভাবিক বক্তব্যের তীব্র নিন্দা করেন নাসের কানয়ানি।

তিনি বলেন, আমেরিকা এবং তিনটি ইউরোপীয় দেশ ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অস্ত্রের প্রধান সরবরাহকারী এবং তারা ইসরাইলকে অস্ত্র সরবরাহ করে গাজ্জায় গণহত্যার অংশীদারে পরিণত হয়েছে। এসব দেশকে তাদের ভুল নীতির জন্য জবাবদিহি করতে হবে।

গতকালই ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স ঘোষণা করেছে যে, তারা ইরানের সাথে দ্বিপক্ষীয় বিমান পরিষেবা চুক্তি বাতিল করবে এবং দেশটির জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কাজ করবে।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ