নারায়ে তাকবির ধর্মীয় স্লোগানকে নারায়ণ তাকবির বলে কটাক্ষ করল ঢাকা কলেজের দুই শিক্ষার্থী মাসুম খান ও মাহমুদুল হাসান অর্ণব।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতের প্রথম প্রহরে এক ভিডিও বার্তায় তারা এ কটাক্ষ করেন।
ভিডিওতে দেখা যায়, মাসুম নারায়ণ তাকবির বলে ভিপি পদে জয়ী প্রার্থীদের তিরস্কার করে বলেন, আপনাদের নারায়ণ তাকবির সহযোগে অভিনন্দন। কাল থেকে ঢাবিতে শর্টস পরে যাওয়া নিষিদ্ধ, রগের যত্ন নেন বেশি কইরা।
এ বিষয়ে জানতে চাইলে মাসুম খান বলেন, “আমি না বুঝে নিছক দুষ্টামির ছলে আপলোড করেছিলাম। ভিডিওতে যে শব্দচয়ন করেছি তা মোটেও কাম্য নয়। একজন মুসলিম হিসেবে সেটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। নিতান্তই ফান করে এই জঘন্যতম ভুল করে ফেলেছি। এই বিষয়ের জন্য আমি প্রথমত মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং যে সকল মুসলিম ভাই ও বোনেরা আমার কথায় কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।”
মাহমুদুল হাসান অর্ণব বলেন, আসলে ভিডিওতে যে শব্দ ব্যবহার করা হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এরকম বিদ্বেষী মনোভাব ধারণ করি না। নিছক মজার ছলে ভিডিওটা তৈরি করা হয়েছিল। কিন্তু নিছক মজার জন্য হলেও আমি কারও অনুভূতিতে আঘাত করতে পারি না, সেই বিষয়টি স্বীকার করেই আমি ক্ষমা চাইছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেটা আমি সচেতনভাবে খেয়াল রাখব।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমি এখনো এ বিষয়ে অবগত নই। তবে কেউ যদি লিখিতভাবে অভিযোগ করে তাহলে তাদের বিরুদ্ধে কলেজ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য মাসুম খান ইংরেজি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং মাহমুদুল হাসান অর্ণব ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। মাহমুদুল হাসান অর্ণব ঢাকা কলেজের শহীদ রুমি সংসদ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)-এর সঙ্গে যুক্ত।