বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায়: সাবেক বিএনপি নেতা ফজলু

পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়।’

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, “আপনাদের কী মনে হয়, আমি ফজু পাগলা? আমাকে কী পাগল মনে হয়? আসলে আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়। শুধু আল বদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু পাগলা বলে না।”

তিনি বলেন, “যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দেবে, যখন দেখছি ৩০ লাখ মানুষের রক্ত এ দেশে বৃথা যাবে, দুই লাখ মা বোনের ইজ্জত বৃথা যাবে। তখন আমি মনে করেছি, না আমি ছাড়বো না। আমি তাদেরকে ছাড়বো না, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। যখন এসব কথা বললাম। আমার সঙ্গে যুক্তিতে পারে না, তখন কিছু মাওলানা আজহারী, আমীর হামজা, আহমদুল্লাহ তারা বলা শুরু করলো ‘ও তো পাগল, ও তো ফজু পাগলা।’ ”

তিনি আরও বলেন, ‘আমি ধর্ম বিদ্বেষী নই, জামায়াত বিদ্বেষী। আমি ধর্ম-কর্মে বিশ্বাসী একজন মুসলমান। তবে, জামায়াতে ইসলামী ইসলাম নয়, তারা জামা-কাপড়ে ইসলাম। তাদের প্রতি আমার বিদ্বেষ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে আমার অনুরোধ, আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন।’

দলের তিন মাসের স্থগিতাদেশ তিনি মাথা পেতে নিয়েছেন বলে জানান। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার কথাও বলেন তিনি। জণগনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা দলের কাছে দুইটা জিনিস চাইবেন। একটা হলো ফজলুর রহমান, আরেকটা হলো ধানের শীষ মার্কা।”

spot_img
spot_img

এই বিভাগের

spot_img