‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, কেউ কেউ জিজ্ঞেস করছে, জুলাই সনদের প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে, তার গ্যারান্টি কী? প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যেই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমগ্র পলিটিক্যাল পার্টিগুলো, শুধু ফ্যাসিবাদ বাদে, সরকার, জনগণ-সবাই মাসের পর মাস পরিশ্রম করতে করতে এখন এক বছর পার হয়ে গেছে এই ডকুমেন্টটা প্রণয়ন করতে; সেটা সমগ্র জাতি দেখেছে। এই ডকুমেন্টটা আর্কাইভে থাকবে, এই ডকুমেন্টটা বাস্তবায়ন না করে কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে? আমি বিশ্বাস করি না।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীতে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অনেকে বলে যে আপনারা বাস্তবায়ন করবেন না। আমি বলি যে, বিএনপি যে সরকার গঠন করবে এটা কেউ শপথ করে বলেছে? আমাদেরকে কেন দায়ী করেন ? আমি বলব, যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন সামনে শব্দটা ওই ভাবে হওয়া উচিত তারাই সবাই মোরালি অবলিগেটেড থাকবে এটা বাস্তবায়নের জন্য এই সনদের মধ্য দিয়ে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মাসুদ, এনসিপির হাসনাত আবদুল্লাহ প্রমুখ।