সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

জনগণের নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে হামলা চালাচ্ছে পাকিস্তান: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় পাকিস্তান হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলি খান। যদিও কাবুলে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘এখন আমি শুধু এটুকুই বলতে পারি পাকিস্তান তার জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। আমাদের নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা সংস্থা সীমান্ত অঞ্চলে লক্ষ্যভিত্তিক অভিযান চালাচ্ছে, যেন আমাদের নাগরিকদের বিভিন্ন হুমকি থেকে রক্ষা করা যায়, বিশেষত ফিতনা আল-খোয়ারিজ বা টিটিপি’র মতো গোষ্ঠীর হুমকি থেকে।’

শুক্রবার (১০ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালানোর পর সাপ্তাহিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘এসব হামলাগুলো বিশ্বাসযোগ্য ও কার্যকর গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিকল্পিত এবং নিখুঁতভাবে সম্পন্ন করা হয়।’

মুখপাত্র আরও বলেন, ‘পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানায় এবং সন্ত্রাসবিরোধী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশীর সঙ্গে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল।’

অস্থায়ী আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আফগানিস্তানের যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের সঙ্গে সেই দুই দেশের বিষয়। আফগানিস্তান একটি সার্বভৌম, স্বাধীন দেশ। এ নিয়ে পাকিস্তানের কিছু বলার নেই।’

সূত্র : জিও নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img