সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

মাওলানা আমীর খান মুত্তাকী আজ দেওবন্দ মাদ্রাসা পরিদর্শন করেছেন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী সাত দিনের ভারত সফরে রয়েছেন। সফরসূচির অংশ হিসেবে তিনি উত্তর প্রদেশের ঐতিহাসিক ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ মাদ্রাসা পরিদর্শন করছেন। তালেবানের নেতৃত্বাধীন দেশটির সরকার শাসনভার গ্রহণের পর এটাই কোনো সিনিয়র নেতার প্রথম দেওবন্দ সফর।

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে তিনি সড়কপথে দেওবন্দ মাদ্রাসা পরিদর্শনে গেছেন। প্রায় পাঁচ ঘণ্টা সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।

দেওবন্দ অবস্থানকালে মুত্তাকি প্রতিষ্ঠানটির পরিচালক মুফতী আবুল কাসেম নোমানী এবং ভারতের জমিয়াতে উলেমাইয়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানিসহ শীর্ষ ইসলামি আলেমদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি দারুল উলূমের ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং শিক্ষক ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সূত্র : এনডিটিভি

spot_img
spot_img

এই বিভাগের

spot_img