শুক্রবার, মে ৯, ২০২৫

পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত

spot_imgspot_img

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেলের ধাক্কায় আলমগীর হোসেন মৃধা (৫৮) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘাতক বাইকচালক রুবেল কাজীকে (২৮) আটক করেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে দুমকি-বাউফল সড়কে থানা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর হোসেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য ও বশিরিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আলমগীর হোসেনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লুথ্যারাণ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে করে বরিশাল নেওয়ার পথে লেবুখালী ফেরিঘাটে তার মৃত্যু হয়।

দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img