বাংলাদেশে সুগন্ধিপ্রেমী ও শিল্প-উদ্যোক্তাদের বড় পরিসরে মিলনমেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফ্র্যাগরেন্স মার্চেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিগত চার বছর ধরে ধারাবাহিকভাবে প্রতি বছর সুগন্ধি মেলার আয়োজন করে আসছে সংগঠনটি। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির পঞ্চম আয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে ১১, ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫। এবারের ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর শ্যামলী হোয়াইট প্যালেস কনভেনশন হল।
এবারের মেলার নাম হারামাইন স্টোর প্রেজেন্টস ফ্র্যাগরেন্স এক্সপো ২০২৫। মেলাটি আয়োজন করা হচ্ছে খোলজি’স ট্রেজার-এর সহযোগিতায়। মেলার টাইটেল স্পনসর হিসেবে থাকছে হারামাইন স্টোর এবং পাওয়ার্ড বাই স্পনসর হিসেবে যুক্ত রয়েছে খোলজি’স ট্রেজার। এছাড়া কো-স্পন্সর হিসেবে থাকছে কিবলা, ফুয়াদ আতর হাউস, এলিট ফ্র্যাগরেন্স ও উইনকার্ট।
সুগন্ধি অঙ্গনের পরিচিত মুখ তামিম মৃধা এবারের মেলার সেলিব্রিটি পার্টনার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মেলায় উপস্থিত থাকবেন এবং দর্শনার্থীদের সঙ্গে সময় কাটাবেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন সবার জন্য উন্মুক্ত এবং এতে প্রবেশের জন্য কোনো প্রবেশ ফি নেই।
সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের এক্সপো দেশীয় সুগন্ধি শিল্পের ব্র্যান্ড, উদ্যোক্তা ও ক্রেতাদের জন্য আরও বড় পরিসরে সংযোগ গড়ে তুলবে। একইসঙ্গে নতুন পণ্যের পরিচিতি, বাজার সম্প্রসারণ এবং সুগন্ধি সংস্কৃতির বিকাশে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।









