বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

যুদ্ধবিরতি ভেঙে গাজ্জায় শিশুসহ ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এক শিশুসহ তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (১০ ডিসেম্বর) দখলদার ইসরাইলি বাহিনী এসব হত্যাকাণ্ড চালায়।

হাসপাতাল সূত্র জানায়, উত্তর গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-তেরনেস এলাকার আশপাশে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।

সূত্রগুলো আরো জানায়, ইসরাইলি বাহিনীর তীব্র গুলিবর্ষণের কারণে অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরাইলি বাহিনী বেশ কয়েকটি সামরিক যানবাহন ও বুলডোজার নিয়ে ‘হলুদ রেখা’ অতিক্রম করে আল-তেরনেস এলাকা ও ক্যাম্পের আশপাশের এলাকায় কয়েক শ’ মিটার এগিয়ে যায়।

এদিকে জাবালিয়ার হালাওয়া বাস্তুচ্যুত শিবির এলাকার কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে আরো একজন পুরুষ ও নারী নিহত হন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img