বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

পশ্চিমতীরে ৭ শতাধিক অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিলো ইসরাইল

অধিকৃত পশ্চিমতীরের মধ্যাঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইল।

বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-৭ অনুসারে, সরকারের উচ্চ পরিকল্পনা পরিষদ পশ্চিমতীরের মধ্যাঞ্চলে রামাল্লাহর পশ্চিমে হাশমোনাইমে অবৈধ বসতি স্থাপনের জন্য ৪৭৮টি বাড়ি, বেইতার ইলিতে ২৩০টি বাড়ি এবং গিভাত জেইভে ৫৬টি ইউনিট নির্মাণে সম্মত হয়েছে। তবে এ নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ২০২২ সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে অধিকৃত পশ্চিমতীরজুড়ে বসতি নির্মাণের পরিমাণ বেড়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান সরকারের মেয়াদ শুরু হওয়ার পর থেকে অধিকৃত অঞ্চলজুড়ে বসতি স্থাপনকারীদের জন্য ৫১ হাজার ৩৭০টি বাড়ি অনুমোদন করা হয়েছে।

ইসরাইলি বসতি স্থাপনবিরোধী গোষ্ঠী পিস নাউ-এর তথ্য অনুসারে, পশ্চিমতীরে সাত লাখেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী বাস করে। পূর্ব জেরুসালেমে প্রায় দুই লাখ ৫০ হাজার বসতি স্থাপনকারী বাস করে।

জাতিসঙ্ঘ বরাবরই বলে এসেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, এটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে দেবে।

গত বছরের জুলাই মাসে এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমের সব বসতি খালি করার আহ্বান জানায়।

সূত্র: আনাদোলু

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img