বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

হেলিকপ্টার যোগে হাসপাতালে মিয়ানমার সেনাবাহিনীর হ|মলা; নি’হত ৩৪

হেলিকপ্টার যোগে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকার হাসপাতালে হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন রাজ্যের হাসপাতালে গণহত্যা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে ৩৪ জন বেসামরিক লোক নিহত ও বহুসংখ্যক আহত হয়েছেন। হেলিকপ্টার যোগে এই হত্যাযজ্ঞ চালানো হয়।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা জানান, নিহতদের বেশিরভাগই রোগী ছিলেন। এটি জান্তা সরকারের সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের অবস্থানকে লক্ষ্য করে চালানো সর্বশেষ নৃশংস হামলা।

তিনি আরো বলেন, মিয়ানমার সেনাবাহিনীকে বেসামরিক লোকদের উপর বোমা হামলার দায় স্বীকার করতে হবে।

উল্লেখ্য, আরাকান আর্মি হলো মিয়ানমারের রাখাইন রাজ্য বা আরাকানের স্বায়ত্তশাসনের জন্য গঠিত একটি সশস্ত্র বাহিনী। প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটি জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। রাখাইন বা আরাকানের একটি উল্লেখযোগ্য অংশ এই বাহিনীটির নিয়ন্ত্রণে রয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img