একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর দলীয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতি দীর্ঘ সময় অপেক্ষা করছিল যে আমাদের সামনের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং শিডিউলটা কখন ঘোষণা হবে। কিছুটা অনিশ্চয়তা ও সন্দেহ, সংশয়ে আমরা ছিলাম। আজকে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে।
ঘোষিত তফসিলকে জাতির সঙ্গে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি, এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে, ইনশাআল্লাহ।









