শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

পুলিশ পহারায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলিদের অনুপ্রবেশ

পুলিশের কড়া পহারায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নাগরিকরা দলবদ্ধভাবে আল-আকসা মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ইসরাইলিরা দল বেঁধে মসজিদ কমপাউন্ডে প্রবেশ করে, উসকানিমূলকভাবে ঘোরাফেরা করে এবং ইসরাইলি বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তালমুদিক আচার-অনুষ্ঠান পালন করে।

মঙ্গলবার জেরুজালেম গভর্নরেট জানায়, সকালে ও সন্ধ্যায় দুই দফা অনুপ্রবেশে মোট ১৮২ জন ইসরাইলি জোরপূর্বক এই স্পর্শকাতর স্থানে ঢুকে পড়ে এবং ডোম অব দ্য রকের কাছে তালমুদিক আচার সম্পাদন করে। সবই ইসরাইলি পুলিশের সুরক্ষায় হয়েছে।

গভর্নরেট আরও জানায়, ইসরাইলি কর্তৃপক্ষ পরিচালিত একটি গেট দিয়ে ওই দিন ৭৭৮ জন বিদেশি পর্যটকও মসজিদে প্রবেশ করেছে।

সরকারি হিসাব অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই ৪ হাজার ২৬৬ জন অবৈধ বসতকারী এবং প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটক আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img