শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

মাকে কোপানোর সাতদিন পর আগুনে পুড়ে মরলেন ছেলে

ফেনীর ধলিয়া ইউনিয়নে মাকে কোপানোর মাত্র সাতদিনের মাথায় ঘরেই আগুনে পুড়ে মারা গেছে মুহাম্মাদ সোহাগ নামে এক যুবক।

সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাত ২টায় ফেনীর ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটলে মঙ্গলবার সকালে স্থানীয়রা সোহাগের ভস্মীভূত লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক আগে সোহাগ তার মাকে কুপিয়ে আহত করে। এরপর থেকেই কিছুটা অস্বাভাবিক আচরণ শুরু করে। মায়ের কাছে টাকা না পেয়ে সে তার মাকে কুপিয়ে আহত করেছিল। সোমবার মধ্যরাতে সোহাগের বাসায় আগুন লাগে। সে আগুনেই সে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল বশর সবুজ বলেন, অলিপুর গ্রামের নুর নবীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকেন মৃত ছালেহ আহমদের স্ত্রী নিলুফা আক্তার বালি ও সোহাগসহ তার দুই ছেলে। নুর নবীর বাড়ির সবাই ঢাকা ও অন্যত্র বসবাস করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img