গাজীপুরের রাজেন্দ্রপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার, রাষ্ট্রবিরোধী ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর তাকে গ্রেপ্তার করা হয়।
বাবুল হোসেন খান (৪৫) নামে ওই ব্যাক্তি গাজীপুরের জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর জানাপুর এলাকার মৃত হাসমত খানের ছেলে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত বাবুল হোসেনে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন একটি মামলা দায়ের করা হয়েছে।









