বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশে যখনই কোনো যৌক্তিক আন্দোলন হয়েছে, তখনই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এ জন্য আওয়ামী লীগ মনে করেছিল, এদের নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা খোলা নাই। তাই জামায়াতে ও ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল।
রোববার (১১ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে কুরআন দিবস উপলক্ষে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগ এ দেশের আলেম-ওলামাদের জেলে ভরেছে। মাহফিলের ময়দানগুলোতে তারা আলেম ওলামাদের অপদস্থ করেছে। মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।
তিনি আরও বলেন, কতটা অপরাধ করলে একটা দেশের প্রধান থেকে শুরু করে বায়তুল মোকারমের ইমাম পর্যন্ত পালাতে হয়। চব্বিশের গণআন্দোলনে মানুষ রাস্তায় নেমে তাদের তাড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল।