সোমবার, মে ১২, ২০২৫

অন্যান্য দেশ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে আমরা কেন পারবো না: প্রধান উপদেষ্টা

spot_imgspot_img

দেশের সিভিল সার্জনদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বের অন্য অনেক দেশ তাদের নাগরিকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে আমরা কেন পারবো না। আমাদের পারতে হবে।

সোমবার (১২ মে) দুইদিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলে-জনতা আমাদের একটি সাহস দিয়েছে, এটা কাজে লাগালে ২৫ ভাগ উন্নতি সম্ভব। আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব বিষয়ে সচেতন হলে এটা সম্ভব।

চিকিৎসাসেবায় আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে সিভিল সার্জনদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, জনগণ একটি পরিবর্তন চেয়েছে বলেই দেশে পরিবর্তন এসেছে। তারা আগের আমলকে মেনে নেয়নি বলেই পরিবর্তন এসেছে। আমাদের ওপর দায়িত্ব এসেছে। জনগণের চাওয়া অনেক বেশি। জনগণের এ চাওয়াকে মর্যাদা দিয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন করেছি। তখনই আমি জানতে চাইলাম, সিভিল সার্জন ও অন্য কমিউনিটিকে নিয়েও এমন সম্মেলন করতে পারি কি না— আমরা একটা মিলিত হলে অনেক আইডিয়া শেয়ার করা যাবে। এ ধারনা থেকে এ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি চিকিৎসকদের নতুন বাংলাদেশ গড়তে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img