দীর্ঘ চার দশকের বিদ্রোহের সমাপ্তি ঘোষনা করেছে সন্ত্রাসী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। তুরস্কের বিরুদ্ধে পরিচালিত দলটি স্বেচ্ছায় নিজেদের দল ভেঙে দেওয়ার কথা জানিয়েছে।
আজ সোমবার (১২ মে) পিকেকের সংবাদ মাধ্যম ফিরাত নিউজ এজেন্সি (এএনএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
গোষ্ঠীটি জানিয়েছে, এই সিদ্ধান্তটি ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত কংগ্রেসে গৃহীত হয়েছে, যা সংগঠনের বন্দী নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানের পরিপ্রেক্ষিতে ডাকা হয়েছিল।
সশস্ত্র গোষ্ঠীটি আরো বলেছে, “পিকেকের সংগ্রাম আমাদের জনগণের প্রতি অস্বীকার ও ধ্বংসের নীতিকে চূর্ণ করেছে, কুর্দি প্রশ্নকে গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে সমাধানের পর্যায়ে এনেছে, এবং এই দৃষ্টিকোণ থেকে, পিকেকে তার ঐতিহাসিক মিশন সম্পন্ন করেছে। এই ভিত্তিতে, পিকেকের ১২তম কংগ্রেস পিকেকের সাংগঠনিক কাঠামো বিলুপ্ত করার এবং সশস্ত্র সংগ্রাম পদ্ধতির অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে, যার বাস্তবায়ন প্রক্রিয়া নেতা এপিও দ্বারা পরিচালিত ও সম্পন্ন করা হবে, এবং পিকেকে নামের অধীনে পরিচালিত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।”
পিকেকে আরো জানিয়েছে, কংগ্রেসটি কঠিন পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে চলমান সংঘর্ষ, স্থল ও আকাশপথে নিরবচ্ছিন্ন হামলা এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) আরোপিত অবরোধ ছিল। নিরাপত্তার কারণে, কংগ্রেসটি একসঙ্গে দুই ভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় এবং এতে মোট ২৩২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সূত্র: ডেইলি সাবাহ