কাশ্মীরের সোপোর শহরে স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে দুই ভারতীয় পুলিশসহ অন্তত চারজন নিহত হয়েছে। এছাড়া ভারতের আরও তিন পুলিশ আহত হয়েছে।
শনিবার (১২ জুন) সোপোর শহরের আরামপোরা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সোপোরের আরামপোরা এলাকায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সসহ (সিআরপিএফ) একটি যৌথবাহিনী তথাকথিত তল্লাশী চালাতে গিয়ে স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে স্বাধীনতাকামীদের ছোঁড়া গুলিতে ভারতীয় পুলিশসহ অন্তত চারজন প্রাণ হারায়।