শনিবার | ১২ জুলাই | ২০২৫

চলতি বছরেই ভেঙে পড়তে পারে জাতিসংঘের বিশ্বব্যবস্থা: ব্রাজিল প্রেসিডেন্ট

spot_imgspot_img

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, জরুরি সংস্কার না করা হলে ১৯৪৫ সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থা চলতি বছরেই সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে।

শুক্রবার (১১ জুলাই) ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও দে জানেইরোতে তিনি এ কথা বলেন।

লুইজ ইনাসিও বলেন, ২০২৫ সালটি জাতিসংঘের ৮০তম বার্ষিকীতে উৎসর্গীকৃত উদযাপনের সময় হওয়া উচিত ছিল। তবে বছরটি ১৯৪৫ সাল থেকে নির্মিত আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়ার বছর হিসাবে লিপিবদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, বিদ্যমান বিশ্বব্যবস্থায় প্রথম ভাঙন শুরু হয়েছিল ইরাক ও আফগানিস্তানে মার্কিন আক্রমণের মাধ্যমে। আর গাজা উপত্যকার বর্তমান সংঘাত সমগ্র আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থার সংকটের স্পষ্ট প্রমাণ তুলে ধরে।

তিনি আরও বলেন, গাজায় গণহত্যা মোকাবেলায় ব্যর্থতা মানবতার সবচেয়ে মৌলিক মূল্যবোধকে অস্বীকার করার সমান। পার্থক্য কাটিয়ে উঠতে ব্যর্থতা মধ্যপ্রাচ্যে সহিংসতার নতুন বৃদ্ধিকে ইন্ধন জোগাচ্ছে, যার সাম্প্রতিকতম অধ্যায়টি হল ইরানের উপর আক্রমণ।

ব্রাজিল প্রেসিডেন্ট আরও বলেন, কূটনীতির ওপর জোর দেওয়া এবং একটি সত্যিকারের বহুপাক্ষিকতার কাঠামো পুনর্গঠন করা জরুরি, যা তার ভবিষ্যৎ নিয়ে ভীত মানবতার আর্তনাদকে সাড়া দিতে সক্ষম। কেবলমাত্র এইভাবেই আমরা বৈষম্যের উত্থান, যুদ্ধের অর্থহীনতা এবং আমাদের নিজস্ব গ্রহের ধ্বংসের নিষ্ক্রিয় সাক্ষী থাকা বন্ধ করব।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img