শনিবার | ১২ জুলাই | ২০২৫

কারাগার ভেঙ্গে শত শত বন্দিকে মুক্তি দিল তালেবান

spot_imgspot_img

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের কেন্দ্রীয় কারাগার ভেঙে সেখানে থাকা শত শত বন্দিকে মুক্ত করে দিয়েছে তালেবান।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আফগানিস্তানের গণমাধ্যম তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

ইউসুফ আহমাদি বলেন, বুধবার (১১ আগস্ট) কান্দাহারের কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এর পর কারাগারের সকল বন্দিকে মুক্ত করে দেওয়া হয়।

এবারই প্রথম নয়, এর আগেও ২০০৮ ও ২০১১ সালে হামলা চালিয়ে কান্দাহারের কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিদের ছেড়ে দিয়েছিল তালেবান।

এর আগে কুন্দুজ প্রদেশের কুন্দুজ শহর এবং নিমরোজ প্রদেশের জারাঞ্জ থেকে হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে তালেবান।

ইতোমধ্যে খুব অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের ৯ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এ ছাড়া বিভিন্ন প্রদেশে চলছে তীব্র লড়াই।

আমেরিকার একটি গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তালেবান ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকা জয় করার প্রেক্ষাপটে ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিজয় সম্পন্ন করতে পারে।

সূত্র: আলজাজিরা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img