সিন্ধু চুক্তি ইস্যুতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তার এ হুঁশিয়ারির জাবাবে পাকিস্তানে প্রস্রাবের হুমকি দিলেন ভারতীয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
তিনি বলেন, একটি বাঁধ বানিয়ে সেখানে ১৪০ কোটি ভারতীয় মূত্র ত্যাগ করবেন। তারপর সেই বাঁধের গেট খুলে দেয়া হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিঠুন বলেন, সে (বিলাওয়াল ভুট্টো) যদি এমন মন্তব্য করতে থাকে এবং আমাদের মাথা গরম হয়ে যায়, তাহলে একের পর এক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র চালানো হবে।
তিনি বলেন, আমরা এমন একটি বাঁধ তৈরি করার কথাও ভাবেছি যেখানে ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর সেই বাঁধ খুলে দেবো, এবং সুনামি সৃষ্টি হবে। পাকিস্তানের মানুষের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি এই সব কথা শুধু ওর (বিলাওয়াল ভুট্টো) জন্য বলেছি।
সূত্র: হিন্দুস্তান টাইমস











