ইসরাইলে চালানের জন্য অস্ত্র পরিবহনের ইতালিয়ান গণমাধ্যমের দাবী প্রত্যাখ্যান করলো সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি ইয়াম্বু।
মঙ্গলবার (১২ আগস্ট) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, ইসরাইলে চালানের জন্য অস্ত্র পরিবহনের ইতালিয়ান গণমাধ্যমগুলোর স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে সৌদির জাতীয় জাহাজ কোম্পানি বাহরি ইয়াম্বু।
সোমবার রাতে কোম্পানিটির ওয়েবসাইটে এই বিষয়ে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে ইতালিয়ান গণমাধ্যমগুলোতে প্রচারিত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে রাষ্ট্র মালিকানাধীন সৌদি জাহাজ কোম্পানিটি জানায়, তারা কখনোই ইসরাইলে চালানের জন্য কোনোকিছু পরিবহন করেনি। অন্য কোনোভাবেও এধরণের অভিযানের সাথে তারা জড়িত ছিলো না।
এছাড়াও বলা হয়, সামুদ্রিক পরিবহনের দেশীয় ও আন্তর্জাতিক আইন, ফিলিস্তিন স্বার্থে সৌদি আরবের যে নীতিমালা ও প্রযোজ্য বিধিবিধান রয়েছে তা মেনে চলতে ‘বাহরি ইয়াম্বু’ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এসব অনুসরণে কঠোর তদারকি করা হয়। পদ্ধতি নিয়ে হয় পর্যালোচনা।
আরো জানানো হয় যে, কোম্পানির সুনাম নষ্ট করে বা নীতিমালাকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।
সংবাদমাধ্যমের তথ্যমতে, সোমবার ইতালির গণমাধ্যমগুলোতে দেশটির জেনোয়া বন্দরে একটি সৌদি জাহাজ আটকের খবর প্রচারিত হয়। যেখানে দাবী করা হয় যে, জাহাজটি ইসরাইলের জন্য অস্ত্র পরিবহন করছে এবং তা আমেরিকা হয়ে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া অবৈধ রাষ্ট্রটির কাছে পৌঁছবে। বন্দর কর্মীরা তাই জাহাজটি আটক করেছে।










