বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ শীর্ষ ৫ নেতার নতুন করে রিমান্ড মঞ্জুর

spot_imgspot_img

রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ পাঁচ নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, রোববার চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আবারও পাঁচ জনের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, মাওলানা মোবারক হোসাইন ও জামায়াতের সুরা সদস্য ইয়াসিন আরাফাত।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img