শনিবার | ১৩ সেপ্টেম্বর | ২০২৫

ভারতে চলছে মুসলিমদের পরিচয় মুছে দেওয়ার রাজনীতি; করিমগঞ্জকে করা হচ্ছে শ্রীভূমি

ভারতজুড়ে মুসলিমদের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয় পরিকল্পিতভাবে মুছে ফেলার এক রাজনীতি চলছে বলে অভিযোগ উঠছে। কখনও মসজিদ নিয়ে বিতর্ক, কখনও মুসলিম নামযুক্ত শহর ও জেলার নাম পরিবর্তন—ক্রমেই দেশব্যাপী পরিচয়-বিলোপের প্রচারণা চালাচ্ছে ক্ষমতাসীন বিজেপি সরকার। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিকভাবে অসমের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে ‘শ্রীভূমি’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শুধু একটি নাম পরিবর্তন নয়, বরং ভারতীয় মুসলিমদের সাংস্কৃতিক ও পরিচয়ের অস্তিত্বে সরাসরি আঘাত হানার একটি পদক্ষেপ।

অসম সরকার ঘোষণা করেছে যে, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হবে। এই সিদ্ধান্তের কারণে অসম এবং দেশের অন্যান্য স্থানের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা হিমন্ত বিশ্ব শর্মাকে তাদের সাংস্কৃতিক পরিচয় মুছে দেওয়ার অভিযোগ করেছেন।

অসম সরকারের এমন ঘোষণার পর রাস্তায় নেমে মানুষ প্ল্যাকার্ড ধরে বিক্ষোভ করেছেন এবং স্লোগান দিচ্ছিলেন, “করিমগঞ্জ কেবল একটি নাম নয়। এটি আমাদের ইতিহাস এবং পরিচয়।”

প্রতিবাদকারীরা সরকারে তাদের হতাশা প্রকাশ করেছেন এবং বিজেপি নেতৃত্বাধীন সরকারের ক্ষুদ্র রাজনীতির দিকে ইঙ্গিত করেছেন।

বামপন্থী সংগঠনগুলোও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং অভিযোগ করেছে যে সরকার জনগণের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছে।

আঞ্চলিক দলের মুখপাত্র রাকেশ শর্মার বলেন, “করিমগঞ্জের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যারা বহু প্রজন্ম ধরে এ অঞ্চলের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে পরামর্শ না করেই নাম পরিবর্তন করা দেখায় যে সরকার জনগণের প্রতি অবহেলা করছে।”

প্রসঙ্গত, ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলো প্রায়শই মুসলিম নামযুক্ত স্থানগুলোর নাম পরিবর্তনের মতো পদক্ষেপ নিয়েছে। ডানপন্থী সদস্যরা সোশ্যাল মিডিয়ায় নাম পরিবর্তনের জন্য প্রচারণা চালান। বিশ্লেষকরা মনে করছেন, এমন পদক্ষেপ দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img