শুক্রবার | ১২ সেপ্টেম্বর | ২০২৫

নেপালের মতো অভ্যুত্থানের ডাক পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি নেতার

ভারতের পশ্চিমবঙ্গে নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং।

তিনি বলেন, নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা বড় উদাহরণ। বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত, এমনই গণঅভ্যুত্থান প্রয়োজন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

অর্জুন সিংয়ের এমন মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। র বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ উঠেছে, অর্জুন সিং উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন।

এই মন্তব্য প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, মমতা ব্যানার্জিকে হত্যার চক্রান্ত করছেন অর্জুন সিং। তাই ব্যারাকপুর কমিশনারেটের একাধিক থানায় অর্জুন সিংয়ের নামে পৌরসভার কাউন্সিলররা অভিযোগ দায়ের করেছেন।

এদিকে মামলা নিয়ে মাথা ঘামাতে নারাজ বিজেপি নেতা। নিজের বক্তব্যে তিনি অনড়। তিনি বলেন, আবারও বলছি এই বাংলায় গণ-অভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্ত সরকার ফেলে দেওয়া উচিত।

উসকানিমূলক মন্তব্য নিয়ে সতর্কবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, প্রতিবেশী দেশে অশান্তির সুযোগে কেউ কেউ ঘোলা পানিতে মাছ ধরতে নামবে। এ রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে।

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে বলেন, নেপাল থেকে বাংলাদেশের সীমান্ত অনেক দীর্ঘ। মুখ্যমন্ত্রী যদি একটু সেদিকে নজর দেন, তাহলে ভালো হয়। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img