বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

প্রাইমারিতে নৃত্য ও সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক হিসাবে আলেমদের নিয়োগ দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বায়তুল মোকাররমের উত্তর গেইটে এ বিক্ষোভ সমাবেশ করে খেলাফত আন্দোলন।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে দলের আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানেনা। ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও অসৃঙ্খল হচ্ছে। ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, এ দেশের মুসলমানরা সরকারকে ট্যাক্স দিচ্ছে। রাষ্ট্রের কাজ মুসলিম সন্তানদের কুরআন শিক্ষা দেয়া। যে সরকার মুসলমানদের সন্তানকে কোরআন শিক্ষার দায়িত্ব নিতে পারেনা, সেই সরকার নাচ-গান শিক্ষার জন্য বাধ্য করবে তা দেশবাসি মেনে নিবে না। রাষ্ট্রীয় অর্থে নৃত্য ও সংগীত শিক্ষক নিয়োগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাকে খুশি করতে চায় আমাদের বোধগম্য নয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী ও শাহিনুর আলম চৌধুরী প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img