শুক্রবার | ১২ সেপ্টেম্বর | ২০২৫

ভারতে অনুমোদন না নিয়ে ইমাম নিয়োগ দেওয়ায় মসজিদ সভাপতির বিরুদ্ধে মামলা

ভারতে অনুমোদন না নিয়ে ইমাম নিয়োগ দেওয়ায় মসজিদ সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশের উগ্র হিন্দুত্ববাদী পুলিশ প্রশাসন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার খারকালা গ্রামে পুলিশকে অবহিত না করে মসজিদে ইমাম নিয়োগ দেওয়ায় এর সভাপতি মুহাম্মদ হানিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উগ্র হিন্দুত্ববাদী পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সভাপতি মুহাম্মদ হানিফ, মসজিদ বা মসজিদ প্রাঙ্গনে থাকা বহিরাগতের তথ্য পুলিশকে জানানোর যে বাধ্যবাধকতা রয়েছে, তা পালনে ব্যর্থ হয়েছেন। কোনো ধরণের তথ্য না দিয়েই তিনি খারকালার মসজিদে নতুন ইমাম নিয়োগ করেছেন, যিনি বহিরাগত। নাম, আখতার রাজা। এই নতুন ইমাম বিহারের বাসিন্দা।

তাই সরকারি আদেশ অবমাননার জন্য ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা ২২৩ এর অধীনে মুহাম্মদ হানিফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কারণ জেলা আইন অনুসারে বহিরাগতদের অবস্থান পুলিশকে জানানো বাধ্যতামূলক।

অপরদিকে মসজিদ সভাপতি মুহাম্মদ হানিফ সংবাদমাধ্যমকে জানান, মাওলানা আখতার রাজাকে তারা এক মাস পূর্বে অস্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দিয়েছিলেন। নিয়োগ স্থায়ী রূপ লাভ করলে তার পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র পুলিশের কাছে দেওয়ার চিন্তা করেছিলেন। এছাড়া আখতার রাজা মসজিদের ভেতরে নয়, বরং মসজিদ কমিটির বরাদ্দকৃত একটি জায়গায় থেকে আসছিলেন। তাই নতুন ইমাম সম্পর্কে তারা পুলিশকে জানানোর প্রয়োজন মনে করেননি। কিন্তু এখন তার পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, মসজিদ সভাপতির বিরুদ্ধে মামলাটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো কর্তৃক খারকালার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টার অংশ। এটি উগ্র হিন্দুত্ববাদীদের হীন প্রচেষ্টাকে প্রতিফলিত করে। সম্প্রতি মিলাদুন নবী এবং গণেশ চতুর্থী উদযাপনের সময়ও উগ্র হিন্দুত্ববাদীদের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হিন্দুত্ববাদী ও হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো হিন্দু-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের মধ্য দিয়ে মিলাদুন নবীর মিছিল যাওয়ার ব্যাপারে চির চারিত সম্প্রীতির বিপরীতে গিয়ে তীব্র আপত্তি জানায়। অথচ, মুসলিম এলাকা দিয়ে গণেশ চতুর্থীর যাত্রার সময় মুসলিমরা ঐতিহাসিক সম্প্রীতি বজায় রাখে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img