শুক্রবার, মে ৯, ২০২৫

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ফের অনুসন্ধান জাহাজ প্রেরণ করায় দুশ্চিন্তায় গ্রিস

spot_imgspot_img

ইনসাফ | সোহেল আহম্মেদ


পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সাথে জ্বালানী অধিকার নিয়ে সৃষ্ট বিতর্কের কেন্দ্রস্থলে ফের তেল-গ্যাস অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে তুরস্ক। তুরস্কের এমন পদক্ষেপের ফলে চরম দুশ্চিন্তায় পড়েছে গ্রিস।

তুরস্কের সরকারি গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে হাইড্রোকার্বন সংস্থার সমীক্ষা পুনরায় শুরু করতে ওরুক রেইস সোমবার (১২ অক্টোবর) আন্তালিয়া বন্দর ত্যাগ করেছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত গ্রীসের দক্ষিণের কাস্তালোরিজো দ্বীপসহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে এ জাহাজটি।

এ ঘটনায় গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রীক দ্বীপ কাস্তালরিজোর দক্ষিণে ভূমিকম্প জরিপ পরিচালনার জন্য তুরস্কের পদক্ষেপটি এই অঞ্চলে শান্তি ও সুরক্ষার জন্য বিরাট হুমকি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা তুরস্ককে তার সিদ্ধান্তটি প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি।

এদিকে, একটি টুইটার পোস্টে তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতিহ ডনমেজ বলেছেন, ওরুক রেসের রক্ষণাবেক্ষণ সমাপ্ত হয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে আমরা গবেষণা চালিয়ে যাব, তদারকি করব এবং আমাদের অধিকার রক্ষা করব।

সূত্র: আল জাজিরা ও আনাদোলু এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img