সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

পাক-আফগান সীমান্তে গে|লাগুলি; পাকিস্তানি সেনা নিহত

দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানের ছয়টি সীমান্ত প্রদেশে আফগান সেনাবাহিনী ও পাকিস্তানি সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বর্তমানে এই সংঘর্ষগুলো হেলম্যান্ড, কান্দাহার, খোস্ত, পাক্তিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে অব্যাহত রয়েছে।

জাবুল থেকে হুররিয়াত রেডিওর এক সাংবাদিক জানিয়েছেন, জাবুল প্রদেশের শামলজো জেলার ওয়ালগাই পোস্ট দখল করেছে আফগান বাহিনী এবং সেখানে অবস্থানরত পাকিস্তানি সৈন্যরাও নিহত হয়েছে।

এর আগে কুনার ও নাঙ্গারহার প্রদেশের কল্পিত সীমারেখা বরাবরও পাকিস্তানি সামরিক পোস্ট দখলের খবর পাওয়া গিয়েছিল।বর্তমানে দেশের বিভিন্ন প্রদেশে ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি মিলিশিয়াদের ওপর আফগান বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব হামলায় আফগান বাহিনী বেশ কয়েকটি পাকিস্তানি মিলিশিয়া পোস্টও দখল ও ধ্বংস করেছে।

আফগানিস্তান ইন্টারন্যাশনালের প্রতিবেদক আবদুল হক ওমারি জানিয়েছেন, এই হামলার নির্দেশনা আফগান প্রতিরক্ষা মন্ত্রী মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদের কাছ থেকে এসেছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img

এই বিভাগের

spot_img