সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

হেলমান্দে আফগান সেনাদের হাতে ১২ পাকিস্তানি সেনা নিহত; কান্দাহার থেকে ৬ জন আটক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশে পরিচালিত আফগান সেনাদের পাল্টা হামলায় অন্তত ১২ পাকিস্তানি সেনা নিহত এবং ছয়জন জীবিত আটক হয়েছেন বলে জানিয়েছে আজম কোরের অধীনস্থ ৭ম ফ্রন্টিয়ার কোর।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে এ হামলা চালায় আফগানিস্তান।

৭ম ফ্রন্টিয়ার কোর জানিয়েছে, হেলমান্দ প্রদেশের বাহরামচা জেলায় পাকিস্তানি সামরিক চৌকিগুলোর ওপর আফগান বাহিনী হামলা চালায়। ওই হামলায় ১২ পাকিস্তানি সেনা নিহত হয়।

কোরের অভ্যন্তরীণ সূত্র হুররিয়ত রেডিওকে জানায়, আফগান বাহিনী হামলা চালিয়ে একটি সামরিক ঘাঁটি দখল করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, পৃথক এক ঘটনায় খোস্ত প্রদেশে দুই পাকিস্তানি সেনাকে জীবিত আটক করা হয়েছে বলে জানা গেছে।

খোস্তের সূত্র জানায়, আফগান বাহিনী পালুচা এলাকায় আহত কিন্তু জীবিত অবস্থায় দুই পাকিস্তানি সেনাকে আটক করে।

নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, কান্দাহার প্রদেশের মারুফ জেলার লোই বন্দ এলাকার সারি কারাগাহ অঞ্চলে সাতটি পাকিস্তানি মিলিশিয়া চৌকি ধ্বংস করা হয়েছে। এই হামলায় ছয়জন পাকিস্তানি সেনাকে জীবিত আটক করা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, আফগান বাহিনী নির্ধারিত রুট ধরে শত্রুপক্ষের অতিরিক্ত অবস্থানগুলোর ওপরও হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, আজম কোরের ৭ম ফ্রন্টিয়ার কোর” হলো এমন একটি সামরিক/পারামিলিটারি ইউনিট, যা আজম কোরের সঙ্গে যুক্ত (বা তার অধীন সংযুক্ত) শ্রেণির একটি স্তর। এটি মূলত সীমান্ত বা সামরিক অপারেশনে কাজ করার জন্য গঠিত একটি বাহিনী এবং ৭ম ফ্রন্টিয়ার কোর নামটি সেই ইউনিটের সনাক্তকরণ নম্বর হিসেবে ব্যবহৃত হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img

এই বিভাগের

spot_img