সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: শাহবাজ শরীফ

পাকিস্তানের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

আজ রোববার (১২ অক্টোবর) পাকিস্তান দাবি করেছে, শনিবার রাতের সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে তারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে। সেখানে থাকা অনেক আফগান সেনা নিহত ও বাকিরা পালিয়ে গেছে বলেও দাবি করেছে তারা।

পরবর্তীতে জাবিহুল্লাহ মুজাহিদ জানান, গত রাতে ডোরাল লাইন বরাবর পাকিস্তানের পোস্ট ও স্থাপনে হামলা চালানো হয়েছে। এই হামলায় পাকিস্তানের ৫৮ জন নিহত ও ৩০ জন আহত এবং ২৫ টি পোস্ট দখল করা হয়েছে।

তিনি আরও জানান, পাকিস্তানের হামলায় তাদের নয় জন সেনা শহীদ হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছে।

রাতভর এমন সংঘর্ষের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বলেছেন, তারা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবেন না।

সূত্র: দ্য ডন

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ