পাকিস্তান আওয়ামী ন্যাশনাল পার্টির নেতা মাহমুদ খান আছাকজাই পাকিস্তানের বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করে বলেছেন, পাকিস্তানের শাসকেরা এখন এমন নীতি অনুসরণ করছে যা একসময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নীতির প্রতিফলন ঘটায়। পাকিস্তান সরকার আফগান প্রশাসনের কাছে তিনটি অগ্রহণযোগ্য দাবি তুলেছে।
সামাজিক যোগামাধ্যম ফেসবুক বার্তায় তিনি এসব কথা বলেন।
মাহমুদ খানের ভাষায় অগ্রহণযোগ্য দাবিগুলো হলো, “প্রথম দাবি, আফগানিস্তান যেন দুরান্ড লাইনকে আনুষ্ঠানিক সীমান্ত হিসেবে স্বীকার করে। দ্বিতীয় দাবি, কাবুলের কেন্দ্রীয় সরকার যেন ইসলামাবাদের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। তৃতীয় দাবি, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি যেন পাকিস্তানের প্রভাবে গঠিত হয়।”
ফেসবুকে প্রকাশিত বার্তায় আছাকজাই বর্তমান পাকিস্তানি শাসকদের “অজ্ঞ” ও “অযোগ্য” বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, “তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার যোগ্যতা রাখে না।”
আছাকজাই আরও উল্লেখ করেন, তুরস্কে কাবুল ও ইসলামাবাদের প্রতিনিধিদলের মধ্যে সাম্প্রতিক বৈঠক ফলপ্রসূ হয়নি। তাঁর মতে, এই আলোচনা ব্যর্থ হওয়ার কারণ ছিল পাকিস্তানি পক্ষের “অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” দাবি।
সূত্র: হুরিয়াত রেডিও









