মঙ্গলবার | ১৩ জানুয়ারি | ২০২৬
spot_img

দেশে ফিরে আসা আফগানরা সম্মান ও সহায়তার পাওয়ার অধিকার রাখে : মাওলানা আবদুল কাবীর

আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী মাওলানা আবদুল কাবীর বলেছেন, “আফগানরা দ্বীন ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য অভিবাসনে বাধ্য হয়েছিল এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক আফগান সম্মান ও সহায়তার যোগ্য।”

শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় জানায় ১৩ জানুয়ারি কোস্ত প্রদেশ সফরকালে সম্প্রতি সেখানে ফিরে আসা শরণার্থীদের প্রতিনিধিদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শরণার্থীদের সমস্যাগুলোতে সাড়া দিতে মন্ত্রণালয় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি জানান, প্রত্যাবর্তনকারীদের জন্য আরও ভালো ও দ্রুত সেবা নিশ্চিত করতে ইমারাতে ইসলামিয়া কিছু মন্ত্রণালয় ও দপ্তরকে নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে এবং সংশ্লিষ্ট কাজগুলো তাদের কাছে অর্পণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দরিদ্র প্রত্যাবর্তনকারীদের মধ্যে সহায়তা বিতরণের কার্যক্রম সব প্রদেশেই শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, হাজার হাজার পরিবারকে নগদ সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তাও দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় তিনি ত্রাণ সংস্থা এবং দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা প্রত্যাবর্তনকারীদের সহায়তায় এগিয়ে আসে এবং তাদের পাশে দাঁড়ায়।

মন্ত্রণালয় জানায়, ওই সাক্ষাতে মাওলানা আবদুল কাবীর প্রত্যাবর্তনকারী কয়েক ডজন দরিদ্র পরিবারের মধ্যে নগদ সহায়তা বিতরণ করেন।

সাক্ষাতের শেষে মাওলানা মাওলানা আবদুল কাবীর ভবিষ্যতে আরও সহায়তা দেওয়ার কথা জানান এবং প্রয়োজন হলে যেকোনো ধরনের সহযোগিতার বিষয়ে প্রত্যাবর্তনকারীদের আশ্বস্ত করেন।

সূত্র : আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ