শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

পশ্চিমবঙ্গে হিজাব পরতে বাধা দেওয়ার অপরাধে প্রধানশিক্ষককে মারধর

হিজাব-পরা শিক্ষার্থীদেরকে স্কুলে ঢুকতে বাধা দেওয়ার অপরাধে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি ব্লকের বহুতালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দীনবন্ধু মিত্র নামের উগ্র হিন্দুত্ববাদের সমর্থক এক শিক্ষককে মারধর করেছেন শিক্ষার্থীদের অভিবাবকরা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এ প্রতিরোধের ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে।

অভিভাবকরা জানান, শুক্রবার স্থানীয় বহুতালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক দীনবন্ধু মিত্র ছাত্রীদের হিজাব পরে স্কুলে না-আসার নির্দেশ দেন। মাথায় ওড়নাও না দিতে বলেন তিনি। প্রধানশিক্ষকের নির্দেশের কথা বাড়ি ফিরে অভিভাবকদের জানান শিক্ষার্থীরা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তারা স্কুলে গিয়ে নির্দেশিকা জারি দেখায় প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ সময় তাকে মারধর করা হয়।

জানা যায়, শিক্ষার্থীদের হিজাব পড়তে নিষধ করায় সেখানে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পুলিশ আসলে ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন অভিবাবকরা।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের ঘটনায় কর্নাটকের মুসলিম ছাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কলকাতায়ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। পার্ক সার্কাসে হাজার হাজার মুসলিম শিক্ষার্থী জড়ো হয়ে নিজেদের অধিকার আদায়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ সময়ে ‘হিজাব আমাদের অধিকার’ বলে তারা স্লোগান দেন। শবনম খাতুন নামের এক বিক্ষোভকারী বলেন, আমরা হিজাব পরতে চাই। তাতে তাদের আপত্তি কেন? হিজাব আমাদের প্রগতির পথে অন্তরায় না। কীভাবে অধিকার আদায়ে লড়াই করতে হয়, তা আমরা জানি।

তিনি বলেন, মুসলিম ছাত্রীরা সব দিক থেকে এগিয়ে। তারা প্রকৌশলী, বিমানচালক ও পুলিশ সার্ভিসেও কাজ করেন। হিজাব আমাদের পরিচয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তা নিষিদ্ধ করতে পারে না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img