বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

গাজ্জা থেকে কাউকে বের করা হচ্ছে না : ট্রাম্প

অবশেষে গাজ্জা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত পরিবর্তন হয়েছে। গাজ্জা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ট্রাম্পের এমন বক্তব্য তার আগের প্রস্তাবের পুরোপুরি বিপরীত, যেখানে তিনি গাজ্জা দখলের প্রস্তাব দেন, ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর কথা বলেন। গত মাসে গাজ্জা দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছিলেন, প্রায় ২০ লাখ জনসংখ্যার পুরো গাজ্জা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মুখে পড়ে। তার এই প্রস্তাব দীর্ঘদিনের ফিলিস্তিনি আশঙ্কাকে আরও বাড়িয়ে তোলে যে, তাদের স্থায়ীভাবে ঘরছাড়া করা হতে পারে।

ট্রাম্পের এমন পরিকল্পনার পর আরব রাষ্ট্রগুলো সতর্ক করে জানায়, এমন কোনো পরিকল্পনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এরই পরিপ্রেক্ষিতে, আরব দেশগুলো গাজ্জার পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের মিসরীয় পরিকল্পনা গ্রহণ করে, যা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিপরীতে কাজ করবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img