মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

৭ সপ্তাহ ধরে বিশ্বে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা পরিস্থিতি দিন দিন বেড়েই চলেছে, এমতাবস্থায় সবাইকে সতর্ক থাকা জরুরী। বিশ্বজুড়ে পর পর ৭ সপ্তাহ ধরে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং ৪ সপ্তাহ ধরে মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার (১২ এপ্রিল) জেনেভা সদর দফতরে সংবাদ ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস অ্যাধানম গেব্রেসাস এই তথ্য জানান।

তিনি দোষারোপ করে বলেন, সন্দেহপ্রবন হওয়া, আত্মতুষ্টি এবং বাধানিষেধ মানায় অসঙ্গতি, সংক্রমণ আরও বাড়িয়ে তুলতে পারে এবং আরও বহু জীবন কেড়ে নিতে পারে।

তিনি বলেন, ভ্যাকসিন সংক্রমণের বিরুদ্ধে এক বড় হাতিয়ার হতে পারে, তবে তা একমাত্র উপায় নয়।

গেব্রেসাস আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সীমাহীন লকডাউন দেখতে চায় না, চায় সমাজের কাজকর্ম শুরু হোক, অর্থনীতি চালু হোক এবং লোকজনের জন্য আবারও ভ্রমণ শুরু হোক।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img