মঙ্গলবার, মে ১৩, ২০২৫

দেশের জনগণ আবারও রাজপথে নেমে আসবে: এনসিপি নেতা আখতার

spot_imgspot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্র জারির জন্য সরকার ৩০ কর্মদিবস সময় নিয়েছে। এই ৩০ কর্মদিবস যদি ৩১ কর্মদিবস হয়- দেশের জনগণ আবারও রাজপথে নেমে আসবে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর সোমবার (১২ মে) রাতে বাংলামোটরে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

আখতার বলেন, গত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ তৈরি করেছিল। আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং তাদের দোসর যারা অংশগ্রহণ করেছিল তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশের কল্যাণে ব্যয় করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকার যে পরিপত্র জারি করেছে সেই পরিপত্র অনুযায়ী আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের যেখানেই পাবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img