বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস নিষিদ্ধ করছে আসাম

ভারতের আসাম বিধানসভায় গো-রক্ষার নামে এক বির্তকিত বিল উত্থাপন করা হয়েছে, যাতে যেকোনো মন্দির চত্বরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস এবং গরুর মাংসজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হিন্দু, জৈন, শিখ এবং গোমাংস না খাওয়া সম্প্রদায়ের বাস যে এলাকায়, সেখানেও এই নিষেধাজ্ঞা চালুর প্রস্তাব রয়েছে ওই বিলে।

সোমবার (১২ জুলাই) গো-সুরক্ষা বিল ২০২১ নামের ওই বিলটি আসামের বিধানসভায় পেশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিলটিতে ‘গোহত্যা’, গোমাংস ভক্ষণ এবং বেআইনিভাবে গরু পাচার নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে।

এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, গো-রক্ষায় এই বিল আনা হয়নি। মুসলমানদের আবেগে আঘাত করাই বিলটির লক্ষ্য, যাতে আরও বিভাজন তৈরি হয়। আমরা এই বিলের বিরোধিতা করছি। সংশোধন করতে আর্জি জানাব।

আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া বলেন, বিলটিতে অনেক সমস্যা রয়েছে। তাই আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন তারা।

দেবব্রত সাইকিয়া আরও বলেন, ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু ওই ৫ কিলোমিটার কীসের ভিত্তিতে নির্ধারণ করা হবে? যেখানে ইচ্ছে পাথর ফেলে মন্দির বানিয়ে ফেলতে পারে যে কেউ। গোটা বিষয়টাই সন্দেহজনক। এর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে বই কমবে না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ