বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মুহাম্মাদ আব্দুল্লাহ (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে।

রোববার (১১ আগষ্ট) রাতে উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দিবাগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করে আবদুল্লাহকে হত্যা করে। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। সোমবার (১২ আগস্ট) রাত পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি বিএসএফ।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান বলেন, সীমান্ত এলাকা থেকে একজন বাংলাদেশি মারা গেছেন এমন তথ্য জেনেছি। এ বিষয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে বিএসএফ এখনও চিঠির উত্তর দেয়নি।

নিহত আব্দুল্লাহ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img