শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলকে মদদ না দিয়ে গাজ্জা যুদ্ধ বন্ধে সাহায্য করুন: ইরানের প্রেসিডেন্ট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তাতে মদদ না দিয়ে বরং তার অবসান ঘটাতে ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে ফোনালাপে তিনি এ আহ্বান জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, গাজ্জা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যা বন্ধে ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানি কার্যকর ভূমিকা পালন করবে বলে বিশ্ববাসী আশা করে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরাইল যখন গাজ্জায় গণহত্যা চালাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে তখন বিশ্ববাসী ইউরোপের কাছে এই আশা করে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ