প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার এবং পিআর সিস্টেমে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম আনোয়ারায় টানেল চত্বরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার, প্রচার ও দাওয়াহ সম্পাদক নুর আহমেদ সিদ্দিকী এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম অলি উল্লাহ এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন মনোনীত চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনছারী, চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা জিয়াউল হাসান, আনোয়ারা কর্ণফুলী -১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইরফানুল হক হালিম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মিশকাতুল ইসলাম, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মাওলানা ইউনুস, ইসলামী শ্রমিক আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন পূর্ব জেলা সেক্রেটারি হাফেজ আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুফতী মাহমুদ মাদানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহি উদ্দীন খান জসিম, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডা. এমদাদুল হাসান, এনসিপির কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ জোবাইরুল আলম মানিক, মাহমুদুল করিম কাসেমি প্রমুখ।
পগণসমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আনোয়ারা উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে চাতুরী চৌমুহনী এসে শেষ হয়।