শনিবার | ১৩ সেপ্টেম্বর | ২০২৫

জাকসুর ১৮ কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন; বাকি আরো তিন কেন্দ্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য মতে কেন্দ্রীয় সংসদের ২১ কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি তিন কেন্দ্রের ভোট গণনা এখনো বাকী রয়েছে। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়।

ভোট গণনা শেষে আজ দুপুর ১টা থেকে ২টার মধ্যে ভোটের ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী। এদিন দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান লুৎফুল এলাহী।

কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরুর আগে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। এদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img